গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাইসুল ইসলাম শুভ নামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১১টার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার মৃত শামসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ভ্যানে চড়ে শুভসহ কয়েকজন তাদের গন্তব্যে যাচ্ছিলেন। ঘোনাপাড়ার অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছালে চলন্ত ভ্যানের চাকা খুলে শুভসহ কয়েকজন রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাহ মোহাম্মদ মনজুরুল কবির বলেন, “আমি নিহত শিক্ষার্থীর ইজিসিসহ কয়েকটি পরীক্ষা করেছি এবং ধারণা করছি, এখানে আসার আনুমানিক ২০ মিনিট আগে তার মৃত্যু হয়েছে। এটা যেহেতু একটা দুর্ঘটনাজনিত মৃত্যু, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”