• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জাবি শিক্ষার্থীরা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:০৩ পিএম
শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

এসময় ৪৪তম আবর্তনের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন,"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও সরকার যেভাবে সমর্থন দিয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যাপারে আমরা আশাবাদী সরকার তেমন অন্ধ সমর্থন দেবে না।"

৪৪ তম আবর্তনের শিক্ষার্থী দিপঙ্কর দ্বীপ বলেন, "শিক্ষার্থীরা যখনই তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করে তখনই তাদের ওপর পুলিশ হামলা করে। শাবিপ্রবির নেক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি  আমরা। শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা পোষন করছি।"

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি ও ইমরান হোসেন শুভ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!