• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাবির আইন বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট


রাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৭:১৪ পিএম
রাবির আইন বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের উদ্যোগে শাহিন-বাবুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

এ সময় অধ্যাপক হাসিবুল দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে আয়োজনের সার্বিক মঙ্গল কামনা করেন। 

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইন অনুষদের সাবেক অধিকর্তা অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোর্শেদুল ইসলাম,  অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক জুলফিকার আহমেদ, ড. শাহীন জোহরা, ড. রফিকুল ইসলাম, ড. মমতাজ খাতুন, মোহাম্মদ শিবলী ইসলাম, নূর নুসরাত সুলতানা প্রমুখ।

এছাড়াও শিক্ষকদের সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের আহ্বায়ক নাঈম হক শিক্ষক ও অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৯৮ সাল থেকে শাহিন-বাবুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই খেলাকে কেন্দ্র করে জুবেরি মাঠে আইন বিভাগের অগ্রজ-অনুজদের  মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ড. খাতুন মমতাজ আর ড. শাহীন জোহরার তত্ত্বাবধানে নারীদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শাহিন-বাবুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর হিসেবে থাকছে ফুডশাহী হোম ডেলিভারি সার্ভিস, ট্রাইটেক এবং বাংলা টিফিন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!