• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১০:৫৭ এএম
৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

পূর্বনোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। তাদের রাস্তা অবরোধে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এরপর বেলা ১১টা পাঁচ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাবির ভিসি চত্বরের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলেন, “আজ আমাদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে আমরা জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। 

Link copied!