• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৩:৩৩ পিএম
জাবিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তারা এ কর্মসূচির পালন করেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জাবিতেও সশরীর বন্ধ রয়েছে সব একাডেমিক কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় বসার জন্য ফেব্রুয়ারির মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার দাবি জনান। এ জন্য পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তারা। শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। 

এ বিষয়ে রহিমা কানিজ জানান, তাদের দাবিগুলো পেয়েছি। স্মারকলিপি উপাচার্যের কাছে পাঠানো হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!