• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাবি ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৩:৫২ পিএম
জাবি ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

দেশব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

আকতারুজ্জামান সোহেল বলেন, “দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। যৌক্তিক দাবি আদায়ে ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। তেমনি করোনা মহামারিকালে সকল বিপদে-আপদে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রলীগ। করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আজকের এ কার্যক্রম।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!