• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

এসএসসির স্থগিত পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১১:৪৪ এএম
এসএসসির স্থগিত পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অন্যান্য লিখিত পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “সব লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষাগুলোর তারিখ জানিয়ে দেওয়া হবে। সব বোর্ডের সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে।”

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাঝপথে আসার পর ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এসএসসি ও সমমানের রোববার ও সোমবারের (১৪ ও ১৫ মে) পরীক্ষা স্থগিত করে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ মে পরীক্ষা স্থগিত করেছিল পাঁচটি শিক্ষাবোর্ড।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!