• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ১০ জ্বিলহজ্জ ১৪৪৫

ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে উপাচার্যের তদারকি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৩:৪৪ পিএম
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে উপাচার্যের তদারকি
ড. মো. মশিউর রহমান। ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্লাস গ্রহণ এবং শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতির বিষয়ে তদারকি শুরু করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই তদারকির কাজ শুরু করেন তিনি। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা সংযুক্ত ছিলেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে উপাচার্যকে ক্লাস রুমের পরিস্থিতি লাইভ দেখান।

এসময় উপাচার্য শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদান ও পাঠ গ্রহণে গভীর মনোযোগ দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

মশিউর রহমান বলেন, “ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য যা যা করণীয়, তাই করা হবে।

জুম সভায় যুক্ত হয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং কলেজ পরিচালনার বিষয়ে বিভিন্ন মতামত এবং পরামর্শ তুলে ধরেন অধ্যক্ষরা।

জুম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম এবং খুলনার ব্রজলাল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ঢাকা সিটি কলেজ, রাঙামাটি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষরা যুক্ত ছিলেন। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!