নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. দিদার-উল-আলম।
রোববার (১৩ আগস্ট ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, নোবিপ্রবিতে এই প্রথম ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করা হল।