• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ঢাবির উপাচার্য ও ৭ হল প্রভোস্টের পদত্যাগ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৩:২৯ পিএম
ঢাবির উপাচার্য ও ৭ হল প্রভোস্টের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ফাইল ফটো

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এছাড়া ৭টি হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। পাশাপাশি ৭টি হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দেন।

যেসব হলেন প্রভোস্টরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল,

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হল

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

Link copied!