শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘সমাজকর্ম ও টেকসই সমাজ উন্নয়ন’ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)।
এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারতসহ বিশ্বের ১৪টি দেশের ২৫০ জন গবেষকের ১৬৬টি নিবন্ধ উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০০৬ নম্বর কক্ষে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে ব্রিফিং করেন আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান।
মাহবুবুজ্জামান বলেন, আগামী ৫ জানুয়ারি শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলন উদ্বোধন শুরু হবে। এর আগে সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ বিল্ডিংয়ের ২০০৬ নম্বর কক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক আরও বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের স্বনামধন্য গবেষকরা তাদের নিবন্ধগুলো উপস্থাপন করবেন। সম্মেলনে সশরীরে ২টি ও অনলাইনে ২টি কী-নোট অধিবেশন অনুষ্ঠিত হবে এবং অনলাইনে চারটি অধিবেশনসহ সর্বমোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক মো. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক তাহমিনা ইসলাম, শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ প্রমুখ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ শাহারুদ্দিন সামসুরিজান, ভারতের মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের অধ্যাপক ড. পি কে শাজাহান ও আমেরিকার মনমাউথ ইউনিভার্সিটির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মাতবর। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।