কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন।
পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২ নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবর্তক মোড়-চকবাজার-কাজির দেউরিসহ নগরীর প্রধান প্রধান সড়ক ঘুড়ে আবার ষোলশহর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন এবং ছাত্র সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন ভুয়া ভুয়া’, ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার বোনের রক্ত কেন? চট্টগ্রাম-কুমিল্লায় রক্ত কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না,’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে,’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থী আবিদ হাসান আরিফ বলেন, “গতকাল কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা প্রশাসনকে জানাতে চাই লাঠিচার্জ, হামলা করে আমাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুলাই) পুলিশের লাঠিচার্জের কারণে চবির অন্তত ১০ জন শিক্ষার্থীসহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।