• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্লাস ও পরীক্ষা চলাকালে জবি ক্যাম্পাসে খেলাধুলা নিষিদ্ধ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:১২ পিএম
ক্লাস ও পরীক্ষা চলাকালে জবি ক্যাম্পাসে খেলাধুলা নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ক্লাস চলাকালে খেলাধুলা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি জানান। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালে সময়ে ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে এবং চলাচলে অসুবিধা হয়। তাই সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতর এবং বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায় কোনো প্রকার খেলাধুলা না করার নির্দেশ দেওয়া হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “২-৩ বছর পর পর মাঝে মাঝে একটা দুইটা টুর্নামেন্ট দেবে। তবে প্র্যাকটিস করতে পারব না। ক্যাম্পাসে প্র্যাকটিস করলে ক্লাস পরীক্ষার সমস্যা হয়। তবে রাজনৈতিক মিছিল, মিটিং উচ্চস্বরে মাইক বাজালে এতে কোনো ক্ষতি হয় না?”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!