• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, ৮ রমাজান ১৪৪৫

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৬:৫৪ পিএম
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে admission.ru.ac.bd থেকে ফল জানতে পারবেন।

সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ হাজার ৮৫৩ শিক্ষার্থী, পাশ করেছে ৩৫৪ জন; গ্রুপ-২ পরীক্ষায় নিয়েছিল ১৫ হাজার ৯৭৭ শিক্ষার্থী, পাশ করেছে ৬ হাজার ১২০ জন, গ্রুপ-৩ এ অংশগ্রহণ করেছিল ১৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৫ হাজার ২৮৩ জন, গ্রুপ-৪ এর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৩ হাজার ৯৬৬ জন।

 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!