• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খাবারের বাড়তি দাম : ক্যান্টিনে শিক্ষার্থীদের তালা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৫:৫৯ পিএম
খাবারের বাড়তি দাম : ক্যান্টিনে শিক্ষার্থীদের তালা

খাবারের দাম বাড়ানোর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হলটির ভেতরে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে হলের মেইন গেইটে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগেও কয়েকদফা হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিয়েই ক্যান্টিন চালাচ্ছিলেন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান যথেষ্ট খারাপ। খাবারের মান ভালো করা কথা জানালে ক্যান্টিন মালিক কোনো নজর দেননি।

শিক্ষার্থীরা আরও জানান, তারা সকাল ১০টায় হলের টিভি রুমে খাবারের দাম কমানোর বিষয় নিয়ে আলোচনায় বসেন। এতে মালিকপক্ষ রাজি না হওয়ায় ক্যান্টিনে তালা মেরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যান্টিন মালিক জিয়াউর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকে বিনাটাকায় খাওয়ান। তাদের মদদেই তিনি শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের দাম বেশি রাখেন।

এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পিসহ কয়েকজন শিক্ষার্থীরা বলেন, “আমরা কয়েকবার ক্যান্টিনের মালিককে খাবারের দাম কমানোর কথা জানিয়েছি। তিনি খাবারের দামও বেশি নেন আবার খাবারের মানও খুব খারাপ। এজন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি দাম না কমানো পর্যন্ত অবস্থান করব।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, “আমি বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের কাছ থেকে বিস্তারিত জেনে দ্রুত সমস্যার  সমাধান করা হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!