• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শেখ রাসেলের জন্মদিনে শাবিপ্রবিতে বৃক্ষরোপণ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৮:১০ পিএম
শেখ রাসেলের জন্মদিনে শাবিপ্রবিতে বৃক্ষরোপণ
ছবি : সংবাদ প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে শেখ রাসেলের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শেখ রাসেল পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইউনিভার্সিটি ইনোভেশন হাব ‘স্মার্ট ইউনিবেটর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!