• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্যানেল ঘোষণা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:০৬ পিএম
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, দর্শন বিভাগের অধ্যাপক মোস্তাফা নাজমুল মানছুর তমালসহ প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

এবার প্যানেল থেকে সভাপতি পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান নির্বাচন করবেন।

সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন নির্বাচন করবেন।

এছাড়া প্যানেলে নির্বাহী সদস্য পদে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম অধ্যাপক মো. আব্দুর রব অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইংরেজি সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।

আগামী ২৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!