• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবির লিফট থেকে পড়ে কর্মকর্তা গুরুতর আহত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:১২ পিএম
ঢাবির লিফট থেকে পড়ে কর্মকর্তা গুরুতর আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফট থেকে পড়ে মো. আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাবি কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। 

আব্দুল্লাহ ঢাবির অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শাখায় কর্মরত আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ সকালের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।”

Link copied!