• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবিতে ভবনের লিফট ছিঁড়ে কর্মকর্তার মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৮:০৪ পিএম
ঢাবিতে ভবনের লিফট ছিঁড়ে কর্মকর্তার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনের লিফট ছিঁড়ে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ ঘটনায় আহত ওই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আবদুল্লাহ চারুকলা অনুষদের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (হিসাব) ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঘটনার প্রকৃত কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর বাইরে একটি সত্যানুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Link copied!