• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

বশেমুরবিপ্রবিতে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১১:০৩ এএম
বশেমুরবিপ্রবিতে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতীয় ফটোগ্রাফি এক্সিবিশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্নে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রক্টর ড. মো. কামরুজ্জামান।

এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এ সময়ে আগে থেকেই নিবন্ধন করা দেশসেরা ফটোগ্রাফারদের ১ হাজার ছবি থেকে বাছাইকৃত সেরা ৭০টি ছবি প্রদর্শন করা হয়। পরে নির্বাচিত ছবি থেকে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. রুবেল বলেন, “ছবির মাধ্যমে জনজীবনের অব্যক্ত কথার পরিস্ফুটন ঘটে। আমরা সর্বদা ফটোসেশনের মাধ্যমে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এবার বৃহৎ পরিসরে এ কার্যক্রম তুলে ধরার জন্য এ আয়োজন।”

Link copied!