• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

অমর একুশে, স্বাধীনতা ও বিজয় একাত্তর নামে রিডিং রুমের নামকরণ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৯:০১ পিএম
অমর একুশে, স্বাধীনতা ও বিজয় একাত্তর নামে রিডিং রুমের নামকরণ

মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে বিজয়ের মাসে ‘অমর একুশে’, ‘স্বাধীনতা’ ও ‘বিজয় একাত্তর’ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রিডিং রুমের নামকরণ করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে হল প্রভোস্ট বডির উদ্যোগে এ তিনটি নামফলক রিডিং রুমের সামনে লাগানো হয়েছে বলে জানান হলটির প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

সামিউল ইসলাম বলেন, “আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে আমাদের দায়িত্বের জায়গা থেকে রিডিং রুমের নামকরণ করেছি। আমরা খুব দ্রুত হলটির গেস্টরুমকে জয় বাংলা নামে নামকরণ করব। জয় বাংলা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। মুক্তিযুদ্ধের সঙ্গে জয় বাংলা স্লোগানের সম্পর্ক রয়েছে। এ কাজটির সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!