• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

শাবির সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান মিজানুর


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৭:৪১ পিএম
শাবির সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান মিজানুর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুহ. মিজানুর রহমান। আগামী তিন বছর এ পদে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুর রহমান বলেন, “সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমানকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।”

Link copied!