• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

বিশাল বিক্ষোভ, জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৪:৪২ পিএম
বিশাল বিক্ষোভ, জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের
জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : জবি প্রতিনিধি

দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ২০১৮ সালের জারি করা পরিপত্র অনুযায়ী, কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবারও (১০ জুলাই) বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে তাঁতিবাজার মোড় থেকে গুলিস্তান হয়ে জিরোপয়েন্ট মোড়ে এসে অবস্থান নেয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী জসীম উদ্দিন বলেন, “আজকে আমরা আর চার দফা নয়, এক দফা দাবি নিয়ে জিরো পয়েন্টে অবস্থান করছি। কোটা সর্বোচ্চ ৫ শতাংশে নিয়ে আসতে হবে। যতদিন না দাবি মানা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ব না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়কারী সোহান বলেন, “আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি দ্রুত বিবেচনায় আনতে হবে এবং এর বাস্তবায়ন করতে হবে।” 

Link copied!