• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবস্থান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:১৫ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবস্থান

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমবেত হন। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, “এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গণভবন জনগণের ভবন, সেখানে স্বৈরাচারীর অবস্থান সেখানে হবে না। আমরা জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।”

Link copied!