• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

এবারও শিক্ষা ও গবেষণায় দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৬:৩৮ পিএম
এবারও শিক্ষা ও গবেষণায় দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড র্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বুধবার (৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প সম্পৃক্ততা ও  আন্তর্জাতিক আউটলুক এ পাঁচটি বিষয়কে মূল সূচক ধরে টিএইচই এবার বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করে।

এবারের টিএইচই র্যাংকিংয়ে বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১-১০০০তম অবস্থানে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়ে যৌথভাবে দেশের মধ্যে র্যাংকিংয়ে প্রথম হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয় অবস্থানে আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) আরও চারটি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!