• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, জবি নীলদলের প্রতিবাদ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৯:৪২ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, জবি নীলদলের প্রতিবাদ

রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।

সোমবার (২২ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহ্‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ সকল দিক থেকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় বিএনপির মতো একটি রাজনৈকি দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এহেন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থিই নয় বরং এটি ফৌজদারি অপরাধের সামিল।

এর আগে শুক্রবার (১৯ মে) ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!