• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

শাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৯:৪৫ পিএম
শাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ (ছেলে-মেয়ে) হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ (পুরুষ) এবং মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এ সময় কোষাধ্যক্ষ বলেন, “অনেক দিন পর বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের এগিয়ে নিয়ে যাব।”

এ সময় তিনি সবাইকে পরিচ্ছন্ন খেলাধুলা উপহার ও উপভোগের জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Link copied!