• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের উদ্বোধন


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৯:০৬ পিএম
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের উদ্বোধন

চুয়াডাঙ্গায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির  ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা নামক হানে অবস্থিত নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ২০১২ সালের ১৪ মার্চ যাত্রা শুরু হয়। শুরু থেকে এ পর্যন্ত ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। ৫২ বিঘা জায়গার ওপর ক্যাম্পাসটি নির্মাণ করা হয়েছে। এতে ৮টি বিভাগে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছেন।

Link copied!