• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতিকে হিজাব, তদন্ত করবে ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৯:১৯ এএম
রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতিকে হিজাব, তদন্ত করবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব পরিয়ে দিয়েছে একদল অজ্ঞাত যুবক। এ ঘটনায় সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২০ অক্টোবর) রাতে ভাস্কর্যে হিজাব পরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মাস্ক পরে বাইকে করে এসে ভাস্কর্যে হিজাব পরিয়ে দ্রুত চলে যান। পরে রাতে বিষয়টি জানতে পেরে প্রক্টরিয়াল টিম ও সহকারী প্রক্টর গিয়ে হিজাব সরিয়ে ফেলেন।

সোমবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “রাতেই আমাদের টিম গিয়ে হিজাব সরিয়ে ফেলেছে। আর কারা কেন কী জন্য এটা করেছে, সেটি খুঁজে বের করতে আমাদের একটি তদন্ত কমিটি করা হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!