• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পাবিপ্রবিতে আর্মি হেডকোয়ার্টারসের অভিজ্ঞতা বিনিময়


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৪:৫৪ পিএম
পাবিপ্রবিতে আর্মি হেডকোয়ার্টারসের অভিজ্ঞতা বিনিময়

চীফ অব জেনারেল স্টাফ আর্মি হেডকোয়ার্টারস ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সাবেক উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেছেন, “শিক্ষা মানুষকে আলোকিত করে, তথ্য মানুষকে সমৃদ্ধ করে। আমাদের সবার মাঝে রত্নভান্ডার আছে, আলো আছে। সেটাকে আলোকিত করতে হবে। বিহঙ্গের মতো নিজেকে মেলে ধরতে হবে।”

সোমবার (২০ মার্চ) সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আতাউল হাকিম সারওয়ার হাসান এসব কথা বলেন।

আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, “সবার মধ্যে অগ্নির শক্তি আছে। সেই শক্তিকে জানতে হবে। কীভাবে এই আলো জ্বালাবো সেটা বুঝতে হবে, জানতে হবে। মনকে বিকশিত করতে হবে। ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “একজন শিশু যাতে শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে বেড়ে উঠে, সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। মূল্যবোধ সম্পন্ন মানুষ পরিবার দেশ জাতিকে এগিয়ে নিতে পারে। সার্টিফিকেট সম্পন্ন না হয়ে ভালোভাবে জেনে শিক্ষার্থীরা যেন বের হতে পারে। বাংলাদেশে অনেক মেধাবী আছে, তাদের খুঁজে বের করতে হবে। তরুণরা নিজেরাই নিজেদের নেতৃত্ব দিতে পারে। তরুণদের চাকরির জন্য বসে না থেকে উদ্যোক্তা হতে হবে।”

বঙ্গবন্ধুর সঙ্গে তার স্মৃতির কথা উল্লেখ করে সাবেক উপাচার্য বলেন, “আমি যখন শিশু, বঙ্গবন্ধু আমার কপালে চুমু দিয়েছিলেন। আমি সেই স্মৃতি ধারণ করি, লালন করি। সেটা আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। পাবনায় অনেক বিখ্যাত মানুষ জন্ম নিয়েছেন। নতুন মহামান্য রাষ্ট্রপতি পাবনার মানুষ।সারাদেশে উদাহরণ হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।” 

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “সমাজকে এগিয়ে নেয়ার জন্য সম্পদ খুঁজে বের করতে হবে। ভিতরের আলোর প্রজ্জ্বলন ঘটাতে হবে। নতুন নতুন ভাবনা তৈরি করতে হবে। জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের ভালো কাজের সুবাতাসের ঘ্রাণ সবাই পাবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কেষাধ্যক্ষ অধ্যাপক কে এম সালাহ উদ্দীন।

Link copied!