• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৯:৪৩ পিএম
বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন
তথ্যচিত্র প্রদর্শন। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সলিডারিটি সোসাইটি ‘জুলাই-২৪’ আন্দোলন নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তথ্যচিত্রটিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের পটভূমি, সংঘটিত ঘটনা, আন্দোলনের লক্ষ্য ও এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে দেখানো হয়, কীভাবে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত চলা গণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল।

প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে।

সলিডারিটি সোসাইটির এক সদস্য বলেন, “এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার সঙ্গে পরিচিত করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া। জুলাই আন্দোলন থেকে আমরা বুঝতে পারি দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে যেকোনো ফ্যাসিবাদের কবর রচিত হয়। এই ঐক্যকে আরও সুসংহত করার জন্যই আজকে বাকৃবি সলিডারিটি সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের ছাত্র-জনতাকে নিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজন।”

সলিডারিটি সোসাইটির ওই সদস্য আরও বলেন, “ভবিষ্যতে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐক্য ধরে রাখার জন্য আমাদের সব ধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতা কাম্য।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!