• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৯:৩৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
ভর্তিচ্ছু শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। এতে এক হাজার ৮৫১ টি আসনের বিপরীতে এক লাখ ২২ হাজার ১৩১ ভর্তিচ্ছু অংশ নেবেন।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা।

এদিন সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের।

গত বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হয় ঢাবির চলতি শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন। যা চলে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে পর্যন্ত। এছাড়া আগামী ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!