• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি বাতিল নয়, পরিবর্তন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৬:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি বাতিল নয়, পরিবর্তন

দুপুরে ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি বাতিল না করে পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ছুটির দিন-তারিখ পরিবর্তন করা হয়। দুদিন বাড়িয়ে ছুটি করা হয় ১১দিন।

রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০-১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬-৩১ তারিখ এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে মে ২৬-৩০ তারিখের পরিবর্তে জুন ২৪-৩০ তারিখ করা হয়েছে।

এতে আরও উল্লেখ খরা হয়, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল বা কর্তন করা হয়নি।

গত ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার-২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মাহমুদ আলম বলেন, আসলে শিক্ষার্থীদের ছুটি বাতিল বা কর্তন করা হয়নি। শীতকালীন ছুটি ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং গ্রীষ্মের ছুটি ২৬ মে‍‍`র পরিবর্তে ২৪ জুন থেকে শুরু হবে। এখানে যারা দায়িত্বে ছিল তাদের কিছুটা ভুল ছিল। পরবর্তীতে আমরা বুঝতে পেরে বিষয়টি সংশোধন করে দিয়েছি।

Link copied!