• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

শাবিতে বাস চলাচল বন্ধ থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৩:৪৫ পিএম
শাবিতে বাস চলাচল বন্ধ থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

হরতাল, অবরোধ ও ধর্মঘট চলাকালীন বাস চলাচল সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে পরীক্ষাগুলো সশরীর নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশের যেকোনো পরিস্থিতি যা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে তখন ক্লাসগুলো সশরীরের পরিবর্তে অনলাইনে নেওয়া হবে। অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হয় না, এখন থেকে সেই ক্লাসগুলোও অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষা ও তত্ত্বীয় ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে না। সেটা বিভাগের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া যেসব বিভাগে ব্যবহারিক ক্লাস আছে তা পরবর্তী সময়ে সশরীরে নেওয়া হবে।

 

 

Link copied!