• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

কৃষিতে গুচ্ছে শেষ হচ্ছে ভর্তিযুদ্ধ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১০:২৩ এএম
কৃষিতে গুচ্ছে শেষ হচ্ছে ভর্তিযুদ্ধ

দেশের গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এরই মধ্য দিয়ে শেষ হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। কৃষি গুচ্ছের এবারের পরীক্ষায় আসন প্রতি লড়বেন ২৩ জন ভর্তিচ্ছু।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞা শুক্রবার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞা জানান, এ বছর কৃষি গুচ্ছে আবেদন করেছে ৮৪ হাজার ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩ হাজার ৫৪৮টি। গতবারের চাইতে আবেদন সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি এবং আসন সংখ্যা বেড়েছে ৯টি। এ হিসেবে প্রতি আসনে লড়ছেন ২৩ শিক্ষার্থী।

উপাচার্য আরও জানান, ৮টি মূল কেন্দ্রের মধ্যে বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬২০, বশেমুরকৃবি কেন্দ্রে ৭ হাজার, শেকৃবি কেন্দ্রে ৭ হাজার ৫০০, সিকৃবি কেন্দ্রে ৪ হাজার ২০০, হকৃবি কেন্দ্রে ৪১১, সিভাসু কেন্দ্রে ২ হাজার, পবিপ্রবি কেন্দ্রে ৪ হাজার ও খুকৃবি কেন্দ্রে আসন পড়বে ২ হাজার জন শিক্ষার্থীর। এছাড়া ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬ হাজার ৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৪২ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়বে ৪ হাজার ৬২৯ জন ভর্তি-ইচ্ছুকর।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

Link copied!