• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:৩৭ পিএম
চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত
ফাইল ছবি

কমিটি পুনর্গঠনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে এই অবরোধ স্থগিতের ঘোষণা দেন তারা।

অবরোধ স্থগিত ঘোষণার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ও শিক্ষার্থীদের শাটল ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।

অবরোধ স্থগিতের বিষয়ে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী জানান, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

এর আগে সোমবার সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। আটকে দেওয়া হয় শাটল ট্রেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস। এতে কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। হঠাৎ অবরোধ করায় দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। স্থগিত করা হয় ৮ বিভাগের ১০টি পরীক্ষা।

Link copied!