• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

সিদ্ধান্ত পরিবর্তন, রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৪:০০ পিএম
সিদ্ধান্ত পরিবর্তন, রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ততে থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৪ আগস্ট) খুলছে না প্রাথমিক বিদ্যালয়।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, “আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

এর আগে বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সেদিন জানানো হয়েছিল।

Link copied!