ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রমোশনের জন্য বিদ্যমান সিজিপিএ শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেটি চূড়ান্ত করল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য।
জানা যায়, সিজিপিএ শর্ত শিথিল করাতে এখন থেকে সব অনুষদের জন্য অভিন্ন সিজিপিএ চালুর সিদ্ধান্ত হয়েছে। ফলে কোনো শিক্ষার্থী সিজিপিএ ২ পেলেই তিনি কৃতকার্য হয়েছেন বলে বিবেচনা করা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে সর্বনিম্ন ২.০০ জিপিএ-সিজিপিএ পেলে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগ থাকবে, যা বর্তমানে অনুষদ ও বর্ষভিত্তিক ভিন্ন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে ওই সিন্ডিকেট সভাতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।