• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

জবিতে সশরীরে ক্লাস শুরু ১লা জুলাই


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:১১ পিএম
জবিতে সশরীরে ক্লাস শুরু ১লা জুলাই

বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি সপ্তাহের মঙ্গলবার অনলাইন ক্লাস পরিবর্তন করে আগামী ১লা জুলাই থেকে প্রতি মঙ্গলবার স্বশরীরে ক্লাস করানো হবে।

মঙ্গলবার (২৩ মে) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মো. ওহিদুজ্জামান জানান, ৪ আগষ্ট এক পরিপত্রের মাধ্যমে জবি প্রতি সপ্তাহের মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তনপূর্বক আগামী ১লা জুলাই থেকে প্রতি মঙ্গলবার স্বশরীরে ক্লাস চালু হবে।

রেজিস্ট্রার প্রকৌশলী আরও জানান, ক্লাস চলার সময় পরিবহনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের বাস ও মিনিবাস সুবিধা চালু থাকবে।

বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ের জন্য গত ৯ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার অনলাইনে ক্লাস চালু করা হয়। এছাড়া এদিন শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ ছিল। 
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!