• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাবিতে খেলোয়াড় কোটায় ৬০ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৫:৪৫ পিএম
ঢাবিতে খেলোয়াড় কোটায় ৬০ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের খেলোয়াড় কোটায় ৬০ জন ভর্তির সুযোগ পেয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) ঢাবি উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় খেলোয়াড় কোটায় ভর্তি সংক্রান্ত কমিটি এবং সংশ্লিষ্ট ডিনদের সুপারিশের আলোকে ৬০ জনকে অনুমোদন দেয়া হয়। বিষয়টি ঢাবির জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় দক্ষতা অর্জনকারী ৬০ জন মেধাবী ক্রীড়াবিদ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তির অনুমোদন দেয়া হয়েছে।

ভর্তির যোগ্যতা সাপেক্ষে কোন ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন) মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন তারা।

এরই মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০ বছর ধরে বন্ধ থাকা খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির দ্বার আবারো উন্মোচন হয়।

Link copied!