বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘এক দফা’ দাবি আদায়ের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুন্দর ক্যাম্পাস গড়তে ৭ দফা দাবি উপস্থাপন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ আগস্ট) আন্দোলনকারীরা উপাচার্য এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ওই দাবিগুলো পেশ করে।
দাবিগুলো হলো
১. ক্যাম্পাসে সকল ধরনের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি বন্ধ ঘোষণা করে রোববারের (১১ আগস্ট) মধ্যেই জরুরি সিন্ডিকেট সভায় পাশ করাতে হবে।
২. হলগুলো খুলে দেওয়া এবং অ্যাকাডেমিক কার্যক্রমের ঘোষণা রোববারের মধ্যে দিতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে গঠন করতে হবে।
৪. মেয়েদের হলসহ ক্যাম্পাসের সকল হল নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫. বহিরাগত দ্বারা ক্ষয়ক্ষতি প্রশাসনকে বহন করতে হবে।
৬. আন্দোলনকারীদের হয়রানি করা, যেকোনো পক্ষ থেকে হোক তা বন্ধ করতে হবে।
৭. ক্যাম্পাসে থাকা অবস্থায় যেসকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে


































