শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী আয়োজিত ‘সপ্তবিংশতি: শিকড় লোকজ উৎসব ১৪৩০’ সমাপনী দিনের কন্সার্টে দর্শক মাতাবে ফোক-ফিউশন ধারার ব্যান্ড ‘জলের গান’।
বুধবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কন্সার্টের আয়োজন করা হয়েছে।
শিকড়ের সাধারণ সম্পাদক সাজিদ আলম পাটোয়ারি অনিক বলেন, “করোনা মহামারির পর এই প্রথম সংগঠনটির উদ্যোগে কোনো উৎসব হচ্ছে। পাঁচদিন ব্যাপী এ লোকজ উৎসবের অংশ হিসেবে সমাপনী দিনে থাকছে আন্ত:বিশ্ববিদ্যালয় লোকজ উৎসব এবং কন্সার্ট। এ লোকজ উৎসবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ’, এমসি কলেজের সংগঠন ‘মোহনা’ এবং ‘লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব’ অংশ নিচ্ছে। এছাড়া এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে পারফর্ম করবে দেশের বিখ্যাত ‘জলের গান’ ব্যান্ড।






































