• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

বোর্ডে চ্যালেঞ্জ করে পাস করল ৪৫ শিক্ষার্থী


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৪:৩৭ পিএম
বোর্ডে চ্যালেঞ্জ করে পাস করল ৪৫ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণে পাস করেছে এসএসসি পরীক্ষায় ফেল করা ৪৫ শিক্ষার্থী।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে ২৪ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়।

শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের আওতাধীন মোট ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী তাদের ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এতে ৪৯৩ শিক্ষার্থীর ৪৯৮টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়। ফলাফলে মোট জিপিএ পরিবর্তন হয়েছে ১৮২ শিক্ষার্থীর। তবে ফলাফলে নম্বর বাড়লেও জিপি বাড়েনি ২৫৫ জনের।

জানা গেছে, গত ২৮ নভেম্বর সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ লাখ ৪৮ হাজার ৫৪০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ১ লাখ ৩০ হাজার ১৩ পরীক্ষার্থী। এ ছাড়া ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

এর আগে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২১ সালে পুনর্নিরীক্ষণে ২১২ ও ২০২০ সালে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল। 

Link copied!