• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ঢাবিতে এসডিজি-বিষয়ক কর্মশালা শুরু


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:০৯ পিএম
ঢাবিতে এসডিজি-বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ‘মেজিরিউইং ইফেকটিভ কাভারেজ ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অব সিলেকটেড এসডিজি ইন্ডিকেটরস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মো. আখতারুজ্জামান বলেন, ইন্ডাস্ট্রি একাডেমিসহ বিভিন্ন সেক্টরের মানুষের মধ্যে সমন্বয় করে কোনো কাজ করলে তার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পায়। সব কাজের গুণগত মান নিশ্চিত করা ও যথাসময়ে নির্ধারিত কর্মপ্রকল্প বাস্তবায়নে মনিটরিং ও ইভ্যালুয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।

এ ছাড়া প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পেশাদারত্বের সঙ্গে কাজ করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বানও জানান তিনি।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পর্যায়ে আয়োজিত এই কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!