ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী গ্রেপ্তার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:১৮ পিএম
ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

কাভার্ড ভ্যান আটকে রেখে চালকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পলাশী এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল ও ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান।

জানা যায়, গ্রেপ্তাররা ওই এলাকায় রাত তিনটার দিকে কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কাভার্ড ভ্যান চালক টাকা দিতে অস্বীকার জানালে কাভার্ড ভ্যান চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই করে দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। পরে আটক তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করেছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ছানী নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কাভার্ড ভ্যান চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশ তাঁদের আটক করে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি তিনজন বিরুদ্ধে দস্যুতার মামলা দিলে, পরে তা আমলে নিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। এখন আইন শৃঙ্খলাবাহিনী ও আদালত প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Link copied!