• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

হল ও পরিবহন ফি মওকুফ করল ইবি 


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:৩৫ পিএম
হল ও পরিবহন ফি মওকুফ করল ইবি 

২০২০-২১ অর্থবছরের করোনাকালীন সময়ে হল ও পরিবহন ফি মওকুফ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

শনিবার (৪ সেপ্টেম্বর) ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতাউর রহমান।

আতাউর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সভায় ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যারা করোনাকালীন সময়ে হল ও পরিবহন ফি বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন হল ফি, পরিবহন ফিসহ অন্যান্য আনুষঙ্গিক ফি মওকুফের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করে আসছিল। 
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!