২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো নির্বাচনী (টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। টেস্ট পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড বলছে, এ বছরের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ–সংক্রান্ত কোনো ফি আদায় করতে পারবে না কলেজগুলো।
এদিকে ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে এ বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে টেস্ট পরীক্ষার জন্য কলেজগুলোও কোনো ফি আদায় করতে পারবে না।
করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়। আর ২০১৯ সালের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে কোনো ক্লাসই করতে পারেননি। তাই তাঁদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় চায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এ পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা ছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ শুরু হচ্ছে।