• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

স্কুল-কলেজে তৃতীয় দিনের ক্লাস চলছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:০৮ এএম
স্কুল-কলেজে তৃতীয় দিনের ক্লাস চলছে

রাজধানীতে স্কুল ও কলেজের ক্লাস তৃতীয় দিনের মতো চলছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল ও কলেজে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজে ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে স্কুল- কলেজ কর্তৃপক্ষ কঠোর উদ্যোগ নিয়েছে। অভিভাবকরাও বেশ স্বস্তিতে রয়েছেন। তবে স্কুল-কলেজের বাইরের স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক অভিভাবক।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা যায়, প্রবেশ গেটে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে, ভেতরে প্রবেশ করার পর হাত ধুয়ে এবং স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রেণিকক্ষে শারীরিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে অভিভাবকরা স্কুল-কলেজের বাইরে ভিড় জমাচ্ছেন। সারি বেধে বসে অপেক্ষায় রয়েছেন। সেখানে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মানাতে এসএসসি-এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং বাকিদের সপ্তাহে এক দিন করে ক্লাস অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা রয়েছে।

২০২০ সালে করোনা সংক্রমণের মুখে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কয়েক দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়। অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।

 

Link copied!