• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

সিলেবাস সংক্ষিপ্ত করার আর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৫:৩৩ পিএম
সিলেবাস সংক্ষিপ্ত করার আর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু ম‌নি বলেছেন, “করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসির সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে, সেটিকে আমলে নেওয়া হবে না।”

বুধবার (৬ অ‌ক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “সাংবাদিকদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ খুব কম হয়। আমাদেরও তাই। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা করা খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা তাদের কাজের মধ্যে দিয়ে দেশের স্বাস্থ্য পরীক্ষা করেন। ভুল-ত্রুটি, কোথায় কী সমস্যা হচ্ছে বা সমস্যার লক্ষণ দেখা দিচ্ছে- সেগুলো তারা একটি রোগের মতোই বিশ্লেষণ করেন।”

শিক্ষামন্ত্রী বলেন, “অনেক সময় নেতিবাচক সংবাদ উঠে আসে। সেগুলো অবশ্যই ভালো, আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি। কিন্তু দেশের মানুষের অনেক ভালো কাজও আছে। সেগুলোও যদি পত্রিকার পাতায় তুলে ধরা হয়, তবে মানুষ ভালো কাজের অনুপ্রেরণা পায়।”

দীপু মনি বলেন, “পজিটিভ নিউজ যে ছাপা হয় না, তা নয়। তা সংখ্যায় একটু কম। সেগুলো আরও বাড়োনো প্রয়োজন।”

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং লায়ন্স ক্লাব অব ঢাকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসার সুযোগ পাবে ডিআরইউ এর সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহসহ বিশিষ্টজনেরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!