• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

শিক্ষার্থীদের এনআইডি করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৩:১৮ পিএম
শিক্ষার্থীদের এনআইডি করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) করে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এনআইডি কার্যক্রমের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার অংশ এটি। অনেক শিক্ষার্থীর এনআইডি নেই। শিক্ষার্থীরা যাতে দ্রুততম সময়ে ভ্যাক্সিন নিতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

এক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মাধ্যমিক পরীক্ষার সনদপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র) সঙ্গে আনতে হবে। 

Link copied!